একটা মাইলফলকের দেখা পেয়েছেন মোস্তাফিজ।

InShot_20240331_222342938.jpg


রাশেদুর রহমান সুমন
স্টাফ রিপোর্টার।

মোস্তাফিজের মতো চেন্নাইও ওয়ার্নার, পৃথ্বী শ আর পন্ত ঝড়ের কবলে পড়েছে। তিন ব্যাটসম্যানের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রানের সংগ্রহ পেয়েছে দিল্লি।

৪, নো বল, ৪, ৪, ৪- দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আজ এমন ভয়ংকর শুরুর দেখা পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে পড়েন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ ঝড়ের মুখে। খরুচে প্রথম ওভারের পর অবশ্য পরের ওভারে দুর্দান্ত কামব্যাক ফিজ। সে ওভারে ৪ রান দিয়ে ফেরান অস্ট্রেলিয়া ওপেনার ওয়ার্নারকে। কিন্তু শেষ দুই ওভারে আবারও এলোমেলো কাটার মাস্টার। এবার পড়লেন বিধ্বংসী ঋষভ পন্তের সামনে। আগের দুই ম্যাচে দারুণ বোলিংয়ের পর আজ ভুলে যাওয়ার মতো দিন কাটিয়ে চার ওভারে ৪৭ রান খরচ করেছেন বাংলাদেশি পেসার।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে খোলস বন্দী ছিলেন ওয়ার্নার-শ। প্রথম দিকে যেন ভুলেই গিয়েছিলেন এটা টি-টোয়েন্টি। ৪ ওভার শেষে দিল্লির স্কোরবোর্ডে রান মাত্র ২৪! দীপক চাহারের পরের ওভারে ছক্কা-চার-চারে ১৮ রান নেন ওয়ার্নার। পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজের ওভারে আরও ২০ রান যোগ হয় দিল্লির স্কোরবোর্ডে। তাতে ‘ওয়ানডে’ থেকে আচমকা রান বেড়ে টি-টোয়েন্টি সুলভ হয়ে যায়।

মাত্র ৯ ওভারে ৯১ রান দিল্লির। দশম ওভারে দ্বিতীয়বারের মতো মোস্তাফিজকে আনেন চেন্নাই অধিনায়ক পন্ত। এবার নিজের জাত চেনান ফিজ। ওভারের প্রথম বলে ওয়ার্নারের ফিরতি ক্যাচ নিতে না পারলেও তৃতীয় বলে অস্ট্রেলিয়ান ওপেনারের বিদায় নিশ্চিত করেন দারুণ এক স্লোয়ারে। দলকে ৯৩ রানে রেখে বিদায় নেন ৩৫ বলে ৫২ রান করা ওয়ার্নার। এ উইকেট দিয়ে অবশ্য একটা মাইলফলকের দেখা পেয়েছেন মোস্তাফিজ। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এটি ফিজের ৩০০ তম উইকেট।

চেন্নাইয়ের আরেক ওপেনার পৃথ্বী শ ৪৩ রান করে আউট হয়েছেন। শ ৭ রানের জন্য ফিফটি মিস করলেও শেষ দিকে ঠিকই অর্ধশতকের দেখা পেয়েছেন দলটির অধিনায়ক। পন্ত ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কার সৌজন্যে ৫১ রানের ইনিংস খেলেছেন।

অন্যদিকে চেন্নাইয়ের হয়ে সফলতম বোলার মাথিশা পাতিরানা। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন শ্রীলঙ্কান পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top