বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় যায়যায়দিন পত্রিকা রেখে যাচ্ছে বলিষ্ঠ ভূমিকা….. আসাদুজ্জামান নূর


স্টাফ রির্পোটারঃ দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্দ্যোগে সোমবার সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাবেক সংস্কৃতিমন্ত্রীর উপজেলাস্থ বাসভবন থেকে র‌্যালীটি বের হয় এবং স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালীর নের্তৃত্ব দেন সাবেক সংস্কৃতিমন্ত্রী দেশবরণ্য সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন ও অর্থ সম্পাদক শাহ্ মোহাম্মদ আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধিমোস্তফা আবিদ, দৈনিক ইনফো বাংলা পত্রিকার রংপুর ব্যরো প্রধান ও জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি সাদিক-ইর রহমান শাহ্(স্কলার), দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি ও সাধারণ সম্পাদক এনএম হামিদী বাবু, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি ও জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান মানিক, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মানিক, জুম বাংলা অনলাইন পত্রিকার প্রতিনিধি খবির আহম্মেদ প্রমুখ।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন পত্রিকার নীলফামারীস্থ স্টাফ রির্পোটার এসএপ্রিন্সের সঞ্চালনায় র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, দেশের অনেক গনমাধ্যমের মধ্যে যায়যায়দিন পত্রিকা অন্যতম। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় রেখে যাচ্ছে বলিষ্ঠ ভূমিকা। স্বাধীনতার স্বপক্ষের এই দৈনিকটি আগামী দিনেও গনমানুষের মুখপত্র হিসাবে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি। পত্রিকাটির স্টাফ রির্পোটার এসএপ্রিন্স বলেন, এদেশের কোটি কোটি মানুষের মুখপত্র হিসেবে যায়যায়দিন পত্রিকাটি ১৭ বছরে পদার্পন করলো। অনেক চরাই উতরাই পেরিয়ে পাঠক নন্দিত এ মুখপাত্রটি দেশ গঠনে দেশকে এগিয়ে নিতে রেখেছে বলিষ্ঠ ভূমিকা। এরমাঝেও এসেছিল অনেক ঘাত প্রতিঘাত। তবুও থেমে থাকেনি যায়যায়দিনের প্রকাশনা আর অদম্যতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top