নীলফামারীতে ১৬টি সুন্ধি কাছিম উদ্ধার

Nilphamari-pic-07-1.jpeg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারী সদরে ঢেলাপীর হাটে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ১৬টি সুন্ধি কাছিমসহ ১টি পাতি মুয়না ও ১টি ধলাবক ডাহুক উদ্ধার করেছে রংপুর বন বিভাগ। এ ঘটনায় দুই বিক্রেতাকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলার সৈয়দপুর উপজেলার হাজারীহাটের রিয়ান শিকদার (২০) কে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ) এবং ৩৮ এর ০২ ধারা মোতাবেক ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের জেল ও সদরের সুখনি গ্রামের শ্রী গজেন দাসকে(৫২) বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ) মোতাবেক ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড দেন নীলফামারী সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান।
সামাজিক বন বিভাগ রংপুরের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়ের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, রংপুর সদরের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, নীলফামারী সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান, সৈয়দপুরের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিকুল ইসলাম, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংঠনিক সম্পদক নওশাদ আনসারী, ধর্ম বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন প্রমুখ।
পরে দন্ডিত উভয়ই জরিমানা দিয়ে ভবিষ্যতে এ কাজ করবে না বলে ওয়াদা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top