নীলফামারীতে ক্ষতিগ্রস্থ্য পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি’র ঋণ বিতরণ

oooooo.jpg


এসএপ্রিন্সঃ
নীলফামারীতে বিআরডিবি’র আয়োজনের “এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে ঋণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ্য পল্লী উদ্যোক্তাদের মাঝে বুধবার(২৫ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বিআরডিবি’র প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিআরডিবি’র নীলফামারীস্থ উপপরিচালক আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুসফিকুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সৈয়দ সাদিকুজ্জামানসহ বিআরডিবি’র সকল কর্মচারী ও পল্লী উদ্যোক্তাগন।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুসফিকুর রহমান জানান, এই এসএমই ঋণটি শতকরা ৪ পর্সেন্ট সেবা মূল্যে ২ বছর মেয়াদে উদ্যোক্তাদের মাঝে তাদের কর্মকান্ডকে গতিশীল করার জন্য বিতরণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ১৫জন উপকারভোগী পল্লী উদ্যোক্তার মাঝে ১৫ দশমিক শূণ্য ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top