আম্বার আইটি নীলফামারী শাখার উদ্বোধন

15.03.2021.jpg


স্টাফ রিপোর্টারঃ অপটিক্যাল ফাইবার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান আম্বার আইটি এর ৫৬তম নীলফামারী শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার সম্মেলন কক্ষে এটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, আম্বার আইটি সিনিয়র ম্যানেজার ব্যবসা উন্নয়ন এস এম মহসীন আলম। এসময় তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছেন। ডিজিটাল বাংলাদেশের সহযোগী হিসাবে আম্বার আইটি সারাদেশে নেটওর্য়াক বিস্তৃতি করছে। তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলাকে এর আওতায় নিয়ে আসা হলো।
তিনি বলেন, ফাইবার লাইন টেনে নীলফামারীবাসীকে সুপার স্পিডে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে আম্বার আইটি। এছাড়া সরকারি সকল দপ্তরের বিশেষ নেটওয়ার্ক প্রোভাইড দেয়া হবে। শিশুদের সঠিক ইন্টারনেট ব্যবহারে বিশেষ সুরক্ষা ধাপ রেখেছে আম্বার আইটি। পাশাপাশি ইন্টারনেট প্যাকেজের সাথে ফ্রি টকটাইম, ফ্রি এসএমএস, আইপি টিভিসহ গ্রাহকদের বিভিন্ন সুবিধা রয়েছে।
নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সাবেক সভাপতি ও সুবাহ্ বার্তা প্রত্রিকার উপদেষ্টা সম্পাদক প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ওয়াদুদ রহমান, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি ভ‚বন রায়, দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার এসএপ্রিন্স, এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, আম্বার আইটির জেলা শাখার প্রতিনিধি মুহীন আনসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top