সৈয়দপুর পৌরসভায় প্রথম নারী মেয়র হলেন বেবি

154758166-1.jpg


এসএপ্রিন্সঃ নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের রাফিকা আকতার জাহান বেবী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছে ২৮ হাজার ২৭৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি’র আলহাজ্ব মো. রশিদুল হক সরকার। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৯৭৫। এছাড়া জাতীয় পার্টি মনোনীত আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৬৩৩, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মো. নুরুল হুদা হাতপাখা প্রতিকে পেয়েছেন ১ হাজার ৮৪৩, এবং স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি মোবাইলফোন প্রতিকে পেয়েছেন ১হাজার ৮৯২ ভোট। উল্লেখ্য সৈয়দপুর পৌরসভায় এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহন করা হয়। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৩ হাজার ৮৯৩জন।

কাউন্সিলর নির্বাচিত হলেন যারা:
পঞ্চম দফায় অনুষ্ঠিত সৈয়দপুর পৌরসভা নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে জনগনের রায়ে যারা ১৫ টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন- তারা হলেন, ১নং ওয়ার্ডে মো. শাহিন হোসেন (বর্তমান কাউন্সিলর), ২ নং ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান সরকার মুন্না, (ব্লাকবোর্ড),৩ নং ওয়ার্ডে মো. আনোয়ারুল ইসলাম মানিক,৪ নং ওয়ার্ডে মো.জোবায়দুল ইসলাম মিন্টু (বর্তমান-কাউন্সিলর), ৫ নং ওয়ার্ডে মো. নজরুল ইসলাম রয়েল, ৬ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৭ নং ওয়ার্ডে মো. শাহীন আকতার (বর্তমান-কাউন্সিলর), ৮ নং ওয়ার্ডে মো. বেলাল হোসেন, ৯ নং ওয়ার্ডে মো. ফরহাদ হোসেন, ১০ নং ওয়ার্ডে কাজী মনোয়ার হোসেন হায়দান (বর্তমান-কাউন্সিলর), ১১ নং ওয়ার্ডে মো. এরশাদ হোসেন পাপ্পু (বর্তমান কাউন্সিলর), ১২ নং ওয়ার্ডে আব্দুল খালেক সাবু (বর্তমান কাউন্সিলর), ১৩ নং ওয়ার্ডে সৈয়দ মঞ্জুর হোসেন (বর্তমান কাউন্সিলর), ১৪ নং ওয়ার্ডে মো. জোবায়দুর রহমান শাহীন, এবং ১৫ নং ওয়ার্ডে মো. আবুল কাশেম সরকার দুলু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top