ডিমলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Nilphamari-Pic-19.12.2020.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডিমলায় শিক্ষার্থীদের হাতে ভর্তি ফরম প্রদানের মধ্য দিয়ে ডিমলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২০২১ শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রম অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নব নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে শনিবার সকাল ১১টায় (১৯ডিসেম্বর) ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহিনুর ইসলাম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ইউপি চেয়ারম্যানগণ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আবু তাহের।
ডিমলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ড. আব্দুস সালাম জানান, প্রথম ব্যাচে ২০২১ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ১২০জন ও ৯ম শ্রেণিতে ইলেকট্রিক ৩০জন ও কম্পিউটারে ৩০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top