কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়নে MKS ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মিশন-ভিশন

received_208867847380777.jpeg


কিশোরগঞ্জ প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে জনগণের স্বাস্থ্য সেবা বিষয়ক ভোগান্তি নিরোশনের লক্ষে “আর নয় রংপুর-আর নয় সৈয়দপুর” শ্লোগানকে সামনে রেখে গত ২০২০ সালের শুরুর দিকে আলহাজ্ব মাহবুবার রহমান মার্কেটে যাত্রা শুরু করে এম কে এস ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নীরলসভাবে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা বলছে আমাদের মতো নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা যাদের বৃহত্তর রংপুর শহরের মতো জায়গায় গিয়ে চিকিৎসা গ্রহণ করা সম্ভবপর হয়ে উঠেনা তাদের জন্য এম কে এস ডায়াগনেষ্টিক সেন্টার আলোর দিশা। এই ডায়াগনষ্টিক সেন্টারটিতে নাক, কান, গলা, চর্ম-যৌন, দন্তরোগসহ মহিলাদের সকল ধরণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন দক্ষ চিকিৎসকগনের মাধ্যমে এ সেবা প্রদান করা হয় বলে জানান এখানে কর্মরত লোকেরা। তারা বলছে অর্থ নয় গরীব নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের পাশে থেকে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করাই আমাদের লক্ষ। উক্ত ডায়াগনষ্টিক সেন্টারের শেয়ার হোল্ডার গোলাম রব্বানী (৩৫) বলেন, আমি নিম্ম মধ্যবিত্ত ঘরের সন্তান সমাজে আমাদের মতো লোকেরা যেন অল্প খরচে কোন রকম হয়রানির শিকার না হয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে সেজন্যই আমি এই পরিকল্পনা গ্রহণ করি। এলাকার শিক্ষিত মহলের লোকেরা বলছে বড়ভিটা অঞ্চলের মতো জায়গায় যারা এই প্রতিষ্ঠানটির উদ্ভাবন ঘঠিয়েছেন তাদের প্রতি শুভকামনা জানাই, আগামীদিনে এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলটিতে আলোর বিস্তার ঘঠাবে বলে জানান তাঁরা। উক্ত বড়ভিটা ইউনিয়নের পাঁচ পাঁচবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান বলেন, এম কে এস ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারটি যাত্রার শুরু থেকেই যেভাবে কাজ করে যাচ্ছে এমন ধারা অব্যাহত থাকলে হয়তোবা আগামী দিনে স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিন্তে আমাদের এই বড়ভিটা ইউনিয়নের মডেল হয়ে দ্বারাবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top