সৈয়দপুরে ইমপ্রেস টেলিফিল্মের শ্যুটিং স্পটে অগ্নিকান্ড

24-3.jpg


স্টাফ রিপোর্টার: নীলফামারীতে চ্যানেল আইয়ের ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যচিত্র “দামাল” শ্যুটিং স্পটে অগ্নিকান্ড ঘটেছে। আজ শনিবার(৫ ডিসেম্বর/২০২০) সকালে এ অগ্নিকান্ডে সৈয়দপুর রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের অব্যবহৃত কিছু জিনিসপত্রও পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চ্যানেল আইয়ের সহযোগিতায় ইমপ্রেসের টেলিফিল্ম মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র “দামাল” এর শ্যুটিং চলছিল সেখানে। আজ শনিবার সকাল ৬টার দিকে হঠাৎ অগ্নিকান্ড ঘটে। মুহূর্তে আগুন পাশের গুদামে ছড়িয়ে যায়। সেখানে রাখা বেশ কিছু পুরাতন স্পিপার, অব্যবহৃত দরজা-জানালা ও গাছের গুড়ি পুড়ে যায়। আনুমানিক দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস দপ্তর।
নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, শ্যুটিং করার সময় সৈয়দপুর রেলওয়ের ওয়েস্টেজ গোডাউনে অগ্নিকান্ডে কিছু পুরাতন জিনিসপত্র পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর, উত্তরা ইপিজিড ও নীলফামারী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর রেলওয়ের বিভাগীয় তত্ত্বাবধায়ক জয়দুল ইসলাম জানান, এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (ইনচার্জ) আহসান উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি শ্যুটিং গ্রুপের প্রযোজক মোঃ আবু সাইদ ইমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top