সৈয়দপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ব্যবসায়ী কারাগারে

jel20150812185225.jpg


স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় ব্যবসায়ী ইমরান তাহির রকি’র (২৭)জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আইনজীবিদের যুক্তিতর্ক বিচার বিশ্লেষন করে আদালত তার জামিন না মঞ্জুর করেন।
বিলম্বে প্রাপ্ত সুত্রে জানা যায়, সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকার বাসিন্দা জনৈক একরামুল হক বাদি হয়ে শহরের নতুন বাবুপাড়া এলাকার শহীদ আমিনুল হক সড়কের বাসিন্দা নাসিম ইকবালের ব্যবসায়ী পুত্র ইমরান তাহির রকি (২৭) ও তার বোন সুমনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২৪ ফেব্রæয়ারি সৈয়দপুর থানায় একটি মামলা করেন। মামলা নং-১৯। ওই মামলার পর আসামি ইমরান তাহির রকি পলাতক থাকা অবস্থায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্টে জামিনের আবেদন শুনানি শেষে গত ২৩ সেপ্টেম্বর ৬ সপ্তাহের জামিন দেন বিচারক। এছাড়া ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় হয়। গত ৫ নভেম্বর তার জামিনের মেয়াদ শেষ হয়। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার আসামি রকি নীলফামারী জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিনের আবেদন করেন। এসময় বাদি ও বিবাদীর আইনজীবীরা জামিনের পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত তাদের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top