কিশোরগঞ্জে সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক দু’দিনব্যাপী অনলাইন কর্মশালা শুরু

Photo-Kishoreganj-Nilphamari-016.10.2020.jpg


কিশোরগঞ্জ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার প্লাটফ্রম ফর ডায়লগ প্রকল্পের আওতায় “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দু’দিনব্যাপী অনলাইন কর্মশালা উদ্বোধন করা হয়। জুম অ্যাপের মাধ্যমে কর্মশালটির শুভ উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব আয়েশা আক্তার। এসময় ভার্চুয়াল উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মখলেছুর রহমান, নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও প্রকল্পটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা মুনজুরুল আলম, প্রকল্পের ডিম লিডার আর্সেন স্টেফেনিয়ন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক (বেতার অনুষ্ঠান) আবুজার গাফফারী, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের সহকারি পরিচালক (ক্যামেরা ও আলোক সম্পাত) মাসুদ মনোয়ার ভুইঁয়া, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের সহকারি পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ) আব্দুল মান্নান, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের গণসংযোগ কর্মকর্তা আব্দুল হান্নান, আবুল কালাম প্রমুখ। অনলাইন এ কর্মশালাটিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত ২৫জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাব হলরুমে কর্মশালায় অংশগ্রহণকারী ২৫জন সাংবাদিকরে মাঝে ব্যাগ, টিশার্ট, প্যাড-কলমসহ কর্মশালার উপকরণ বিতরণ করা হয়। কর্মশালাটির উপকরণ বিতরণ করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক (বেতার অনুষ্ঠান) আবুজার গাফফারী, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের গণসংযোগ কর্মকর্তা আব্দুল হান্নান ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ। আজ শনিবার দুপুরে কর্মশালাটি শেষে সনদ বিতরণ করা হবে। প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে। প্রকল্পটি মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও বৃটিশ কাউন্সিলের সমন্বয়ে বাস্তবায়নের দায়িত্বে রয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), বিসিএস এডমিন একাডেমী, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)। প্রকল্পটির মূল উদ্দেশ্য জনগণকে সম্পৃক্ত করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা ও সরকারি কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করা। এ কর্মশালাটিতে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবাপ্রদান প্রতিশ্রæতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে গণমাধ্যমকর্মীগণ জনগণকে তাদের অধিকার বিষয়ে সচেতন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top