বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভূয়া সভাপতি শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ

Dimla-pic..01.jpg

একজন ভূয়া অভিভাবক হয়েও সুকৌশলে চতুরতার আশ্রয় নিয়ে ডিমলা উপজেলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ বাগিয়ে নিয়েছেন ছাইয়েদুল ইসলাম নামের এক অভিভাবক ইতোমধ্যে তিনি আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের ৭৯হাজার টাকা কমিটির সংখ্যাগরিষ্ট অভিভাবক সদস্যের সিদ্ধান্তে ভূয়া সভাপতির বিরুদ্ধে পাশ করা হয় অনাস্থা প্রস্তাব অনাস্থা প্রস্থাব অনুমোদনের জন্য দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গত ২০আগষ্ট দাখিল করা হয় সভাপতি পদের জটিলতার কারনে গত ৩মাস থেকে ১৯জন শিক্ষককর্মচারীদের বেতন বন্ধ রয়েছে এতে তারা পড়েছেন চরম দুর্ভোগে গত শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন প্রধান শিক্ষক ইমান আলী

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ছাইয়েদুল ইসলামের মেয়ে সিন্থিয়া জান্নাত রাইসা ডিমলা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী তার রোল নম্বর ৭৮ বিদ্যালয়ের নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে ভোটার তালিকা প্রনয়নের সময় সহকারী প্রধান শিক্ষক ওয়াহেদুল ইসলামের যোগসাযোসে তার মেয়েকে বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দেখিয়ে তিনি ভোটার(নম্বর১০৩) হয়ে যান গত ১জুলাই নির্বাচনে তিনি অভিভাবক সদস্য নির্বাচিত হয়ে ৭জুলাই নির্বাচিত হন সভাপতি পদে আসার পরে তিনি হয়ে উঠেন বেপরোয়া বিদ্যালয়ের নিয়ম নীতির তোয়াক্কা না করে একক ক্ষমতায় জেএসসি পরীক্ষার ফরম পুরনের ৫৪হাজার টেষ্ট পরীক্ষার ফি বাবদ ২৫হাজার টাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাত করেন তিনি হয়ে পড়েন বিদ্যালয়ে একচ্ছত্র অধিপতি পরে ভূয়া অভিভাবকের বিষয়টি চাউর হলে বিদ্যালয় কর্তৃপক্ষের তদন্তে তা প্রমানিত হয়

কমিটির সিদ্ধান্তে সভাপতি ছাইয়েদুল ইসলামের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দাখিল করার পরে গত ১৮আগস্ট অনুষ্ঠিত কমিটির এক সভায় তার সভাপতি পদও বাতিল করা হয় সভাপতির পদ নিয়ে সৃষ্ট জটিলতায় ৬শতাধীক শিক্ষার্থীর প্রতিষ্ঠাণটিতে সৃষ্টি হয় বিশৃঙ্খলা জটিলতা ব্যহত হয় শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান বন্ধ হয়ে যায় শিক্ষককর্মচারীদের বেতনভাতা এতে শিক্ষককর্মচারীরা পড়েছেন চরম দুর্ভোগে এসব জটিলতা থেকে পরিত্রানের জন্য অপর অভিভাবক সদস্য দরিজুল ইসলামকে সভাপতি পদে মনোনয়ন দেয়া হয় যা অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে পাঠানো হয় বিদ্যালয়টিকে বাচাতে তিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশু হস্তক্ষেপ কামনা করেন

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য দরিজুল ইসলাম, রবিউল ইসলাম, রশিদুল মিয়া রেহানা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top