কিশোরগঞ্জে ঈদের দাওয়াত খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু : আহত ১

kishorgonj.nilphamari-Pic.jpg


বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জের পল্লী বিদ্যুৎ অফিসের কাছে রবিবার রাত ৮টায় ঈদের দাওয়াত খেতে গিয়ে ঢাকাগামী যাত্রীবাহীবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের কাছে রবিবার রাত ৮টায় জলঢাকা মীরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস উল্লাসের(চট্র মেট্রো-ব-১১-০২৬১)সাথে অপরদিক থেকে আসা একই মোটরসাইকেলে থাকা ৪জন আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৩জন যাত্রী নিহত হয়। মোটরসাইকেল চালক আহত হন। নিহতরা হলো, মোটরসাইকেল চালক লিটনের স্ত্রী রুমা আক্তার(২৫), তার ছেলে রাহিম(৪) ও লিটনের শ্যালিকা আদুরী আক্তার(১৯)। মোটরসাইকেল চালক লিটনের বাড়ী গংঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ গ্রামে। তার শ্যালিকার বাড়ী কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের অবিলের বাজারে। তার বাবা আহাদ আলী।
লিটন তার মামা স্বশুর শফিয়ার রহমানের বাড়ী কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউপির কালিকাপুর গ্রামে ঈদের দাওয়াত খাওয়ার জন্য বৃষ্টিপাতের সময় যাচ্ছিলেন। যাত্রীবাহী বাসটি কিশোরগঞ্জ থানা পুলিশ আটক করেছে। চালক পালিয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top