জলঢাকায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

image_2020_06_01_1591010487_66.png.jpg


স্টাফ রিপোর্টারঃ করোনায় আক্রান্ত হয়ে নীলফামারীর জলঢাকায় মজিবর রহমান(৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নিজ বাড়িতে আইসোলেসনে থাকা অবস্থায় মারা যান তিনি।
মজিবর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই এলাকার আছির উদ্দিনের ছেলে। পুলিশের সহযোগীতায় দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হাসান মোহাম্মদ রেজওয়ানুল কবির জানান, গত ২৭মে নমুনা সংগ্রহ করা হয় তার। ৩০মে’র প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ আসলে নিজ বাড়িতে আইসোলেসনে রাখা হয় তাকে।
তিনি জানান, মজিবর রহমানের স্ত্রী ক্লোন ক্যান্সারে আক্রান্ত মাহমুদা বেগমেরও করোনা শনাক্ত হয় গত ২৬মে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি)মোস্তাফিজুর রহমান জানান, দাফনের পর দুটি বাড়ির ১২জন সদস্যকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ বলেন, এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন তিনজন। এরমধ্যেই দু’জনই জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top