সৈয়দপুরে নকল ওষুধ উদ্ধার ঃ ল্যাবরেটরীজ মালিকের এক বছর কারাদন্ড

সৈয়দপুর-দন্ডপ্রাপ্ত-ল্যাবরেটরীজের-মালিক.jpg


স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর সৈয়দপুরে রেক্সটন ল্যাবরেটরীজ (ইউনানী) নামের এক ওষুধ ফ্যাক্টরী থেকে বিপুল পরিমাণ খোলা ট্যাবলেট এবং মালিকের ভাড়া বাসা থেকে নকল প্যান্টোনিক্স ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নকল ওষুধ উৎপাদন ও সংরক্ষনের দায়ে মালিকের এক বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও একমাসের কারদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার(৭মে) সন্ধ্যায় শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার মাহবুবা প্লাজার মেসার্স রেক্সটন ল্যাবরেটেরিজ (ইউনানি) নামক ওই ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত কয়েক লাখ টাকা মূল্যের নকল ওইসব ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করে।
র‌্যাব-১৩ রংপুর ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সুত্র জানায়, ময়মনসিংহের বিভিন্ন এলাকায় নকল ওষুধ বিক্রি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যার-১৪ ময়মনসিংহের সদস্যরা স¤প্রতি ওই এলাকার এক ব্যবসায়ীকে আটক করেন। পরে তাঁর দেয়া তথ্যে আরও দুজনকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে থেকে একজনের তথ্যে জানা যায়, ওইসব নকল ওষুধ সৈয়দপুরের রেক্সটন ল্যাবরোটরীজ থেকে কেনা হয়। এমন তথ্যের ভিত্তিতে নকল ওষুধ উদ্ধার এবং এরসাথে জড়িতদের ধরতে র‌্যার ময়মনসিংহের উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান ও র‌্যাব রংপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবুর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয় সৈয়দপুরে। বৃহস্পতিবার বিকেলে সোর্সের দেয়া তথ্যে রেক্সটন ল্যাবরোটরীজের (ইউনানি) মালিক আতিয়ার রহমানের শহরের শহীদ তুলশীরাম সড়কের বহুতল ভবনের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওইবাসা থেকে কয়েক লাখ টাকা মূল্যের ৪ কার্টুন নকল প্যানটোনেক্স ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার মাহমুদা প্লাজায় অবস্থিত ওই ইউনানি ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে দুই ড্রা লুজ (খোলা) ট্যাবলেট উদ্ধার করে র‌্যাবের দল। এসময় উদ্ধার করা ওষুধের কোন কাগজপত্র দেখাতে না পারায় রেক্সটন ল্যাবরোটরীজের (ইউনানি) মালিক আতিয়ার রহমান (৪৫)কে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নকল ওষুধ সংরক্ষণ দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফ্যাক্টরী মালিককে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একমাসের কারাদন্ডের প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। এসময় উদ্ধার করা কয়েক লাখ টাকা মূল্যের নকল ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top