এবার কর্মহীনদের পাশে কিশোরগঞ্জ’র প্রাথমিক শিক্ষক

ZZZZ.jpg


কিশোরগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতিতে অর্থ সহায়তা দিয়ে কর্মহীনদের পাশে দাঁড়াল এবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষকরা। কিশোরগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে বুধবার দুপুরে শিক্ষকদের জরুরী বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।
কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলটের সভাপতিত্বে এ বৈঠকে প্রায় শতাধিক নেতৃস্থানীয় শিক্ষক উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষার্থীর কর্মহীন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তহবিল গঠনে প্রাথমিক শিক্ষকরা মতৈক্যে পৌছেন। বৈঠকে কর্মহীন পরিবারগুলোকে শিঘ্রই খাদ্য সহায়তা দিতে সহকারী শিক্ষকরা ৮শ’ ও প্রধান শিক্ষকরা এক হাজার টাকা দেয়ার প্রতিশ্রতি দেন। তহবিল গঠন এবং বিতরণ কর্মকান্ড পরিচালনার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলটকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলটের সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন এবং বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরও নিয়ে অভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top