ডোমারে চোরাচালানী মামলায় ছাত্রলীগ নেতা সুজন গ্রেফতার

1.-domar-grafter-puic.jpg

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় চোরাচালানী মামলায় গোমনাতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সুজনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ফেব্রæয়ারী) গভীর রাতে ডোমার থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোমনাতীর ভারতীয় সিমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার সকাল সাড়ে ১১টার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুজন ওই এলঅকার ডাঃ আব্দুর রউফ এর ছেলে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, সুজন বিশেষ ক্ষমতা আইনে ২৫/বি ধারায় চোরাচালানী মামলা নং- ০৮, তারিখ-১৩/১২/১৯ এর এজাহার ভুক্ত আসামী। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে মাদক, চোরাচালানসহ থানায় একাধীক মামলা রয়েছে। অপরদিকে গত রাতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈকতের নের্তৃত্বে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা বোদাপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে আপেল (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে দুলাল হোসেন (২৩), কালাম হোসেন (২৫) কে চিলাহাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জিআর মামলা নং-৭১/১৮ দায়ের আছে। সোমবার সকালে সকল আসামীকে নীলফামারী আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top