৫৬বিজিবি-৬৫বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

BGB-BSF-Meeting-Pic-1-25012020.jpg

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টা হতে সাড়ে ১২ পর্যন্ত সীমান্ত পিলার ৭৭৮/৩-এস সংলগ্ন পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি এর আহবানে ৫৬বিজিবি ও ৬৫বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মামুনুল হক এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬৫ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী অনিল কুমার সিং। সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কগণ একে অপরের সাথে কুশলাদি বিনিময় এবং বিজিবি-বিএসএফ এর মধ্যে সু-সম্পর্ক, মাদক দ্রব্য পাচার ও জঙ্গীবাদ প্রতিরোধ, উভয় দেশের চোরাকারবারীরা যাতে সীমান্ত দিয়ে গরুসহ অন্যান্য দ্রব্যাদি অবৈধভাবে চোরাচালান করতে না পারে সে ব্যাপারে আলোচনা করা হয়। উক্ত সৌজন্য সাক্ষাতে অন্যান্যদের মধ্যে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ হুমায়ুন কবীর, বিজিবিএমএস এবং বিএসএফ এর পক্ষে সেকেন্ড ইন কমান্ড শ্রী হরি নারায়ণ পান্ডে সহ উভয় দেশের সর্বমোট ৩২ জন সদস্য অংশগ্রহণ করেন। পরিশেষে পারস্পারিক সহযোগিতা অব্যাহত রেখে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ১২ টা ৩০ মিনিটে সৌজন্য সাক্ষাত শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top