সৈয়দপুরে ফরমানিলমুক্ত মাছ বাজার ঘোষণা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

Nilphamari-photo21-01-202002.jpg

নীলফামারীর সৈয়দপুরে ফরমানিলমুক্ত মাছ বাজার ঘোষনার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রেলওয়ে পৌর মাছ বাজারে ওই সভার আয়োজন করা হয়। সভায় আগামী ২১ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সৈয়দপুর রেলওয়ে পৌর মাছ বাজারকে ফরমালিনমুক্ত মাছ বাজার হিসেবে ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসিম আহমেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিশ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, রংপুর বিভাগের মৎস্য উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক (ডিপিডি) খালেদুজ্জামান, সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
সভায় রেলওয়ে পৌর মাছ বাজারের আড়তদার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আইনুল, সাংবাদিক পিকে সাইদুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন। গোটা আলোচনা সভািিট পরিচালনা করেন সহকারি মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায়।
সভার বক্তারা বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী। মাছ-ভাত আমাদের প্রধান খাবার। মাছ আমাদের শরীরের আমিষের চাহিদা পূরণ করে। আর মাছে ফরমালিন দেয়ার কারণে মানুষের শরীরে নানা রকম রোগ বালাই হচ্ছে। সভায় বক্তারা মাছে ফরমালিনের ক্ষতির দিকগুলো তুলে ধরেন এবং ফরমালিনমুক্ত মাছ বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহবান জানান।
এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান, উপজেলা মৎস্য ও প্রাণি সম্পাদক সম্পকির্ত স্থায়ী কমিটির সদস্য আবুল হাশেম সরকার, উপজেলা মৎস্য ও প্রাণি সম্পাদক সম্পকির্ত স্থায়ী কমিটির সদস্য এবং আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা সভাপতি জুয়েল সরকার, মৎস্যজীবী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক মামুন তালুকদার, সাংবাদিক, সুধীজনসহ পাইকারী ও খুচরা মাছ বিক্রেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top