Wed. May 18th, 2022


এসএপ্রিন্সঃ নীলফামারীতে বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে মঙ্গলবার দুপুরে ২০জন হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই প্রশিক্ষণ প্রদান শেষে পায়ে চালিত সেলাই মেশিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহামুদ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, তিননং ওয়ার্ড আ’লীগের সভাপতি নুর ইসলাম, প্রোগাম অফিসার মৈএী ¯œাল, জনকেনেডি ক্রুস ও প্রকাশ চন্দ্র রায়, এডুক্যাশন টেকনিক্যাল ইসপেসালিস্ট মার্গারেট মধু প্রমূখ।
নীলফামারী সদর উপজেলার ৪টি ইউনিয়নের(সদর, টুপামারী, পলাশবাড়ী ও খোকশাবাড়ী) হতদরিদ্র পরিবারের মাঝে অর্থনৈতিক ভাবে নিজেদের উন্নয়নের জন্য একমাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে পায়ে চালিত সেলাই মেশিন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!