Wed. May 18th, 2022


এসএপ্রিন্সঃ নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বেলায়েত হোসেন ও তার সহধর্মিণী লুবনা ইয়াসমিনসহ বাসার আয়া করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে রেপিড এন্টিজেনে নমুনা টেস্ট করার পর তার করোনা পজিটিভ আসে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সহধর্মিণী করোনা পজিটিভ হয়েছেন। তারা সরকারী বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশনে আছেন।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আলম জানান, শনিবার ইউএনও, তার সহধর্মিণীসহ তিনজনের নমুনা সংগ্রহ করে রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে ৩ জনের নমুনায় করোনা পজিটিভ আসে। ইউএনও বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। মুঠোফোনের মাধ্যমে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!